নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার সদর উপজেলার মেদিনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের আব্দুল হেকিমের পারিবারিক গোরস্থানের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনাটি হয় নিশ্চিতপুর গ্রামের নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিশ্চিতপুর মৌজায় যার বিআরএস দাগ নং-৩৮৮ বিআরএস খতিয়ান নং- ২৯৬ জমির শ্রেনী কান্দা জমির পরিমান ১৭ শতাংশ জমি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আমরা জানি এই জমিটি আব্দুল হেকিম পিতা মৃত উমেদ আলী তাদের। দীর্ঘদিন যাবৎ এই জমিটি বাড়ির আঙ্গিনা হিসেবে ব্যবহার করে আসতেছে। তবে শামীম একজন বালু ব্যবসায়ী সে আমাদের এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে নেতা দাবি করে। তবে এলাকার কেউ জানে না সে রাজনৈতিক দলের কোন পদে আছে। শুধু বলেই যায় সে আওয়ামী রাজনীতি করে। আর এলাকায় বিশাল প্রভাব কাটায়। সে প্রভাব কাটিয়ে এই কবর স্থানের মাটি শহরে বিক্রি করে দিয়েছে। এলাকার লোকজন বলেন শামীম দলীয় দাপট দেখিয়ে এখানে বিশাল প্রভাব কাটিয়ে চলে।
আব্দুল হেকিম বলেন, এখানে ৪ টি কবর ছিল সে কবরের জমির মাটি নিয়ে বিক্রি করে। আজিজা আক্তার খাতুন বলেন আমাদের পারিবারিক গোরস্থানের মাটি শামীম বিক্রি করে দিয়েছে এখানে ৪ জনের কবর ছিল।
বাবুল মিয়া বলেন, কবরের মাটি নেওয়াটা ঠিক হয়নি, তবে সে একটু দুষ্ট প্রক্রিতির লোক। সোয়াব আলী বলেন সে নেত্রকোণা শহরে থাকে এলাকায় এসে বিশাল প্রভাব দেখায়। এখানে থেকে বালু বিক্রি করে।
এ বিষয়ে আব্দুল হেকিম বলেন এই জায়গায় আমাদের পরিবারের ৪ টি গোরস্থান ছিল কিন্তু আমি বাড়িতে না থাকায় সুযোগ করে এই গোরস্থানের মাটি নিয়ে বিক্রি করে দেয় শামীম মিয়া। এখন আমাদের বাড়ির মাটি সব এই কবরের নিচু জায়গায় ভেঙ্গে চলে আসতেছে। এ ঘটনার কারনে আমি আদালতে আমি একটি মামলা করেছি যার মামলা নং- CR ২৯০(১)২০২২।
তাই আমি এবং আমার পরিবারের সকলেই তার সঠিক বিচার দাবি করছি।