বিনোদন ডেস্কঃ দেশের তারকা অভিনেতাদের মধ্যে এখন চিত্রনায়ক সিয়াম আহমেদ খুব কম সময়েই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরইমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে গেছে তাকে। আর এবার এই চিত্রনায়ককে দেখা যাবে মার্কিন পরিচালকের ভারতীয় হিন্দি সিনেমায়। সিনেমাটি যুক্তরাষ্ট ভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের।
নতুন এই খবরটি সংবাদ্মাধ্যমকে নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন, ভারতের কলকাতার খিদিরপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’। এই সিনেমাটি পরিচালনা করবেন অলকা রাঘুরাম। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা। গল্পের কাহিনী ১৭ বছর বয়সী বক্সার শামাকে কেন্দ্র করে। যিনি তার আন্টিকে হত্যার অভিযোগে আটক হন। প্রেক্ষাপটে বক্সিং থাকলেও সিনেমাটি হবে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার।
অলকা রঘুরামের প্রথম ফিচার ফিল্ম এটি। এর আগে তিনি ‘বোরকা বক্সার্স’ নামে একটি ডকুফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত এবং সৌভিক দাশগুপ্ত। আর ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ। এই ছবির আন্তর্জাতিক পরিবেশক, সহ-প্রযোজনা প্রতিষ্ঠান খুঁজতে ‘ইন দ্য রিং’ প্রজেক্ট নিয়ে বর্তমানে কানে আছেন প্রযোজক শ্রেয়সী সেনগুপ্ত। সব ঠিক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।
প্রসঙ্গত, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। এই সিনেমার রেশ কাটতে না কাটতেই গত ২০ মে শুক্রবার মুক্তি পেয়েছে পাপপূণ্য। আর এই মুক্তি দিনে আরও একটি নতুন খবর জানালেন তিনি। সিয়াম অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো।