মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে দশ দিন আগেও যে তরমুজ বিক্রি হয়েছে ৫০০-৬০০টাকায়। আর এখন বিক্রি হচ্ছে ১৫০থেকে ২০০ টাকায়। বিক্রোতারা জানান, বাজারে সরবরাহ বেশি হওয়ায় তরমুজের দাম কমে গেছে। ব্যবসায়ী ও বিক্রেতাদের ধারণা, বাজারে আম আসায় তরমুজের প্রতি আগ্রহ কমেছে ক্রেতাদের।
উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পাইকারি বিক্রেতা মোঃ হুমায়ুন কবির বলেন, এখন একটি তরমুজ বিক্রি করছি ১০০-১৫০ টাকায়। দাম অনেক কম। তবুও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তরমুজ পচে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে। বাজারের একজন খুচরা তরমুজ ব্যবসায়ী ইয়াসিন জানান, প্রতি কেজি তরমুজ বিক্রি করছি ১২ টাকায়। ডাকলেও এখন তরমুজের ক্রেতা পাওয়া যাচ্ছে না। দাম শুনে চলে যাচ্ছে অনেক ক্রেতা।
খুচরা তরমুজ বিক্রেতা সবুজ হোসেন ও আনোয়ার হোসেন বলেন, আগে প্রতি কেজি তরমুজ বিক্রি করেছি ৫০-৬০ টাকায়।দিনে কমপক্ষে ৫ মণ তরমুজ বিক্রি হতো। এখন ছোট আকারের তরমুজ প্রতি কেজি ৫-৭ টাকা এবং বড় আকারের তরমুজ ১৫ টাকা কেজি দরে বিক্রি করছি। দাম কম তবুও দিনে ১ মণ তরমুজও বিক্রি হচ্ছে না।
তারা বলেন, লোকসানে পড়ে গেছি। হঠাৎ তরমুজের দাম কমে গেছে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগে দাম বেশি থাকলেও ক্রেতা ছিলো। কিন্তু এখন দাম কম তবুও প্রায় ক্রেতা শূন্য বাজার। আমরা মনে করছি, বাজারে প্রচুর পরিমাণ আম বিক্রি শুরু হয়েছে। এ কারণে তরমুজের প্রতি আগ্রহ নেই।