ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর খামারে গতকাল সোমবার (১৬ মে) জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এদিন দুপুরে ওই এলাকায় সংস্থার উপকারভোগি কৃষক খতেজা বেগমের ব্রি-৭৪ জাত সমৃদ্ধ জমির ধান কেটে এ মাঠ দিবসের শুভ সূচনা করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।
কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের মাঝে এ ধান চাষ সম্পর্কে বিস্তারিত ধারনা দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন।
এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পারুল বেগম, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।