বিনোদন ডেস্কঃ হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্প-কাহিনিভিত্তিক ব্লকবাস্টার সিনেমা অ্যাভাটার নিউজিল্যান্ডভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট স্টুডিও ‘ওয়েটা ডিজিটাল’-এ নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০৯ সালে। দীর্ঘ ১৩ বছর পর আগামী ডিসেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে অ্যাভাটার সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে অভিভূত দর্শক।
গত ২৭শে এপ্রিল সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন অ্যাভাটারের প্রথম কিস্তির ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সেখানে দেখা যায় সিনেমা টাইটেল। এরপর ৯ই মে সোমবার রাতে সবার জন্য প্রকাশ করা হলো সিনেমাটির প্রথম ট্রিজার। টিজারটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। যা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অ্যাভাটারের ভেরিফাইড ফেসবুকে ট্রিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
১ মিনিট ৩৮ সেকেন্ড এর টিজারে চমক দিয়েছেন পরিচালক। দেখা মিলেছে সেই জেক, নেয়তিরি ও তাদের সংসার। এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। এছাড়াও থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা। সাগর ড্রাগন দেখতে কেমন তাও দেখিয়েছেন এই নির্মাতা। পুরো টিজারটিতে কথা রাখা হয়েছে একটি আর সেটি হলো, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ।’ ধারণা করা হচ্ছে, পরিবারকে বেশ গুরুত্ব দেয়া হবে এবারের পর্বে। এ ছাড়া সিনেমার নাম এবং টিজার দেখে এও ধারণা করা হচ্ছে যে এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে।
সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী ১৪ ডিসেম্বর, আর ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি চলবে উত্তর আমেরিকায়। এখন থেকেই পুরোদমে ছবির প্রচার শুরু করে দিয়েছেন নির্মাতারা। তবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন থ্রি-ডি, আইম্যাক্স এবং ফোর-কে থিয়েটারেই নতুন ‘অ্যাভাটার : ২’ দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।
উল্লেখ্য, অ্যাভাটার ছবির আরও তিনটি সিক্যুয়েল আসবে যথাক্রমে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /মাহমুদা ইয়াসমিন