অর্থনীতিক ডেস্কঃ নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের শেষে আয়োজিত সংবাদ সম্মেলেনের শুরুতে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, গত কয়েক দিন ধরে মিডিয়ায় তেলের দাম নিয়ে খবর ছাপা হচ্ছে। কিন্তু কোথাও বলা হচ্ছে না, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছে। আমাদের পাশের দেশ নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না বলে জানান তিনি। তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করবো।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমরা চাহিদার মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই আমদানি করতে হয়। তবে, হ্যাঁ দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। এসময় তিনি বলেন, জুন থেকে আবারও ১ কোটি পরিবারকে ন্যায্য মূল্যে নিত্যপন্য দিবে টিসিবি।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যা গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে।