মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অন্বেষণ কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। গেল বুধবার (৪ মে ২০২২) বিকাল ৩ টায় চিলাহাটির স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণের আয়োজনে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি অন্বেষণের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ইংরেজি জনাব সফিউল বাসার এর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোগডাবুরী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান বকুল, সানমুন কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল আজাদুল হক প্রামানিক, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আব্দুর রহিম, বর্ষীয়ান রাজনীতিবিদ শরিফুল হক প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম রাব্বানী ও চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জাকির হোসেন প্রমূখ।
অন্বেষণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিগান জানান, ২০১৪ সাল থেকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে চিলাহাটিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে অন্বেষণের মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং ৩ টি স্কুলে পাঠাগার স্থাপন, অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে ১৫ টির বেশি পরিবারে ছাগল প্রদান, ১ টি পরিবারে সেলাই মেশিন প্রদান, জটিল রোগে আক্রান্ত ৩০ জন মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, শীতের প্রকোপ মোকাবেলায় এ পর্যন্ত ২০০০ মানুষের মাঝে কম্বল বিতরণ, করোনা ভাইরাস মহামারি সময়ে ২০০ পরিবারকে ১৫ দিনের খাবার সরবরাহ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, নলকূপ স্থাপন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর মেরমতকরণ কার্যক্রম পরিচালনা করি।
অন্বেষণের সভাপতি আসাদুজ্জামান রিফাত জানান, অন্বেষণের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতি রেখে এবং আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা বিসিএসে উত্তীর্ণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত চিলাহাটির ২১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলাম।
অন্বেষণ কর্তৃক উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দীন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান,স্বেচ্ছাসেবী কার্যক্রমে অন্বেষণ এর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন তা এই তরুণদের মাধ্যমেই অর্জিত হবে। পাশাপাশি তিনি অন্বেষনের এই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্বেষনের সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।