তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কওমি মাদ্রাসা জাতীয় শিক্ষা বোর্ড বেফাকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। বেফাকের হিফজুল কোরআন পরীক্ষায় অংশগ্রহণ করেন কয়েক হাজার ছাত্র। গ্রুপ ভিত্তিক এ পরিক্ষায় শীর্ষ মেধা তালিকায় অর্জন করে কুলাউড়ার রেদওয়ান ও মুজাক্কির।
হাফেজ রেদওয়ান (১৩) সিলেট জেলা ৫৪ নং গ্রুপে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ থেকে অংশগ্রহণ করে স্টার মার্ক মুমতাজে উত্তীর্ণ হয়ে ১ম স্থান অর্জন করে। হাফেজ রেদওয়ান আহমদ কুলাউড়ার বরেণ্য আলেম, জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা শুয়াইব আহমদের ছেলে।
অপরদিকে মৌলভীবাজার ৫৩ নং গ্রুপে স্টার মার্ক মুমতাজ পেয়ে ২য় স্থান অর্জন করে জামেয়া দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া থেকে হিফজ সম্পন্নকারী হাফেজ মুজাক্কির আহমদ (১২)। মুজাক্কির জামেয়া কটারকোনা মাদ্রাসার সাবেক শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুঈন আদিল তিনার ছেলে।
ইতিপূর্বেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজ রেদওয়ান ও হাফেজ মুজাক্কির বিজয়ী হয়েছে শীর্ষ পুরস্কার অর্জন করেছে। জায়গা করে নিয়েছে শীর্ষ স্থানে।