হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৫ টায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন জাতরু( ৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন। সাথে সাথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন আনুমানিক রাত ৯ টায় সে মারা যায়। জাতরুর বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।
বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২০) গতকাল সন্ধায় বলিদ্বার নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
অন্যদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৬) বুধবার (২৭ এপ্রিল) সন্ধা ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সে মারা যায়।
এদিন বিকালে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।