অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌরসভার গোরস্তানপাড়া এলাকায় পেয়ারা গাছের ডাল কাটতে গিয়ে সরবরাহকৃত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সুশান্ত কুমার (১২)। সে ওই এলাকার পরেশ চন্দ্রের ছেলে এবং বাড়ির পার্শ্ববর্তী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, তারা বিদ্যুৎ সরবরাহ লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এরপর জানতে পারেন বাড়ির পেয়ারা গাছের ডাল কাটতে গিয়ে ২২০ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইনের সঙ্গে কাটা ডালের সংস্পর্শ হলে সুশান্ত কুমার নামের এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে যায়।
তিনি আরও জানান, এ অবস্থায় তারা সঙ্গে সঙ্গে সুশান্তকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর পিতা পরেশ চন্দ্র জানান, ছেলের সঙ্গে সকালে একসাথে বসে নাস্তা খেয়েছেন। তার বেশ কিছু সময় পর সুশান্ত পেয়ারা গাছে উঠে ডাল কাটতে শুরু করে। এ সময় কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বুঝে উঠতে পারছেন না তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।