গেল মাসে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে বিপাকে রয়েছে ভারতের বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’। পাকিস্তানের ওপর দিয়ে গত তিন সপ্তাহ বিমান চলাচল নিষিদ্ধ থাকায় চড়া মাশুল গুনে যেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
পাকিস্তানের নিষেধাজ্ঞার ফলে এয়ার ইন্ডিয়ার ইউরোপ বা আমেরিকাগামী বিমানগুলোকে এখন অনেক ঘুরপথে যেতে হচ্ছে। এতে বাড়তি সময়, জ্বালানি এবং রিফিউয়েলিং স্টপেজের কারণে এয়ার ইন্ডিয়ার ইতিমধ্যেই প্রায় দশ মিলিয়ন ডলারের মতো বাড়তি খরচ হয়েছে এবং এই অঙ্কটা প্রতিদিনই বেড়ে চলেছে।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে ভারতীয় বিমান বাহিনীর বালাকোটে হামলা হামলা চালানোর পরদিন থেকেই এয়ার ইন্ডিয়ার জন্য বন্ধ হয়ে যায় পাকিস্তানি এয়ারস্পেস।
এর পর থেকে দিল্লি থেকে তাদের ইউরোপ বা আমেরিকাগামী বিমানগুলোকে এখন প্রথমে দক্ষিণমুখী হয়ে গুজরাট যেতে হচ্ছে – তারপর আরব সাগর ও পার্সিয়ান গাল্ফ পাড়ি দিয়ে উড়তে হচ্ছে গন্তব্যের দিকে।
এয়ার ইন্ডিয়ার সাবেক জেনারেল ম্যানেজার অশোক শর্মা গণমাধ্যমকে বলেন, যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই খরচ তো বাড়বেই। তা ছাড়া জার্নির সময়ও বাড়ছে স্বাভাবিকভাবেই।
সূত্র: সময় নিউজ ।