লাইফস্টাইল ডেস্কঃ ইফতারি আয়োজনে ভিন্নতা আনতে বিশেষ করে ইফতারের সময় মিষ্টিজাতীয় খাবার হিসেবে ইফতারে রাখতে পারেন মজাদার সুস্বাদু মিল্ক ডেজার্ট। চলুন আজ জেনে নিন এর সহজ রেসিপি-
যে উপকরণ লাগবেঃ গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১/৩ কাপ পরিমাণ, আগার আগার পাউডার ২ চা চামচ, পানি দেড় কাপ ও বেদানা পরিমাণমতো।
বানানোর পদ্ধতিঃ প্রথমে একটি প্যানে গুঁড়া দুধ, চিনি, আগার আগার ও পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় বসিয়ে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে। এবার একটি হার্ট শেপের মোল্ডে দুধ গরম থাকা অবস্থায় ঢেলে নিন। এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে জমিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মিল্ক ডেজার্ট।