স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। প্রথমবারের মতো আইসিসি’র বৈশ্বিক আসরে খেলার সুযোগ পেল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি’র সবশেষ সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্র পুরুষ দলের সঙ্গে নারী দলও খেলবে বিশ্বকাপ।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর ২০২৪ সালে হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই আসরে খেলবে ২০টি দল। ১০ দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে আটটি দল। এর ৬ দল নির্ধারণ করা হবে ২০২৩ আসরের দুই গ্রুপ থেকে। আর বাকি দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সুযোগ পাবে সরাসরি খেলার (আয়োজক দল যদি এর মধ্যে না থাকে)। বাকি দুই দল নেওয়া হবে পূর্ব-নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায়।
২০২২-২০২৫ সালের চক্রের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে মেয়েদের আগামী ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। আয়োজক দেশ ছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। আট দলের টুর্নামেন্টে বাকি দুই দল নির্ধারণের জন্য আয়োজন করা হবে বাছাইপর্ব।