মোঃ নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ আজ শনিবার দুপুর ২টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া আশ্রয়ন প্রকল্প -২ পরির্দশন করেন এবং তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘর পাওয়া একটি পরিবার ও দরিদ্র থাকবেনা, তাদের জীবন একটি নতুন ধারায় চলে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১০১ টি ঘর নির্মাণ করা হয়।
আশ্রয়ণ প্রকল্প ঘুরে সেখানে স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া মানুষদের সঙ্গে কথা বলতে সেখানেরই এক ভূমিহীন বিধবা জলেহা বেগম বলেন আমার কোন ঠিকানা ছিলো না, ৩টি মেয়ে নিয়ে আমি খুব কষ্টে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গা ও ঘর দিয়াছে, আমি এখন ভালো আছি, আমি অনেক খুশি। আমি নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।
শুধু স্থায়ী ঠিকানাই নয়, একটি বাড়ি, একটি আশ্রয় বদলে দিয়েছে তাদের জীবন। বাড়ির চারপাশে বেড়ে উঠছে সবুজ বেষ্টনি, খোলা হয়েছে নিত্যপণ্যের দোকান। এক বছরে সবুজের সমারোহে ভরিয়ে দিয়েছেন তাদের বাড়ির অঙ্গিনা। মৌসুমী সবজি ও দেশী ফলের গাছ বেড়ে উঠছে তাদের ঘরের পাশে।
অনেকে নিজেদের সুবিধা মতো ঘরের সাথে পাওয়া জমিতে নানা ধরণের স্থাপনাও তৈরি করে নিয়েছেন।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাদের। জানালেন, যে দায়িত্ব বাবা-মা পালন করে থাকে, সেই দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এই ঋণ শোধ হবার নয়।
পরিদর্শনকালে সিনিয়র সচিবের সাথে আরো উপস্হিত ছিলেন, একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. কিবরিয়া সিদ্দিকি, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, পাশ্ববর্তী হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, বাঞ্ছারামপুর সহকারি কমিশনার (ভূমি) শুভাশীস চাকমা, হোমনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা পিআইও পবিত্র চন্দ্র মন্ডল, হোমনা পৌর মেয়র এ্যাডঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি জাদিদ আল- রহমান জনি এ সময় উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমওয়াই