তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝগড়া থামাতে গিয়ে কলেজছাত্রসহ দু’জনকে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন পৌর শহরের সুরভি পাড়ার সুরুজ মিয়ার ছেলে রায়হান উদ্দিন (৩০) ও মান্নান মিয়ার ছেলে বেলাল মিয়া (২২)।
এর আগে গেলো রোববার দুপুরে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বিরাইমপুরের সুরভিপাড়ায় নুরুন বেগমের ছেলে রায়হানের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পাশ্ববর্তী কলেজছাত্র নাইমুর রহমান নাহিদ, তার বন্ধু জাবেদ মিয়া ও ফেরদৌস হাসান রাসেল বিরোধ নিষ্পত্তি করতে এগিয়ে গেলে রায়হানসহ আসামিরা তাদেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর জখম অবস্থায় এলাকাবাসী নাহিদ, রাসেল ও জাভেদকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে নাহিদ ও জাভেদকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গত সোমবার আহত কলেজছাত্র নাইমুর রহমান নাহিদের মামা শফিকুল ইসলাম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, হামলায় ব্যবহৃত ১টি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযানে তৎপর রয়েছে।