মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখার লক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রমজান মাসকে পুঁজি করে কোন অসাধু ব্যবসায়ী ক্রেতাদের ঠকিয়ে নিয়ম বর্হিভুত ব্যবসা না করতে পারে সে লক্ষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানা পুলিশ ও আনসার সদস্যগন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব অঞ্জন দাশ কর্তৃক ২০,০০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব রাসেল ইকবাল কর্তৃক ৪৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদানসহ মোট ০৯টি মামলায় সর্বমোট ৬৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট আইনগুলোর উপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।