অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে ১ কোটি উপকারভোগীদের মাধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন অত্র ইউনিয়নর চেয়ারম্যান মো: আনোয়ারুল আজিম আনু।
প্রতিটি কার্ডধারীকে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুরের ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় ৬ কেজি পণ্য দেয়া হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
গত সোমবার জনসাধারণের মাঝে ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ারুল আজিম আনু , নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্ববধানে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৯ নং কুশদহ ইউনিয়নের সচিব মোঃ মুরাদ হোসেন ও ৩ নং ওয়ার্ড এর মেম্বার জনাব: আজিমুল ইসলাম দুখু।