ডিবিএন ডেস্কঃ গতকাল ১লা এপ্রিল ফঠিকছড়িতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন চৌধুরীর পরিবারের পক্ষ হতে তাঁর সুযোগ্য সন্তান বাংলাদেশ বিজনেস চেম্বার কানাডা এর পরিচালক (এডমিন) এম হাসান (মুক্তার) নিজ এলাকায় নানুপুরে রমজানের উপহার সামগ্রী বিতরন করেন।
বীর মুক্তিযোদ্ধা সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। প্রধান অথিতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন ‘ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেলোয়ার হোসেন চৌধুরী ও জি এম চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং তাদের পরিবারের বড় ছেলে কমান্ডার (মুক্তিযোদ্ধা সংসদ ফঠিকছড়ি উপজেলা কমান্ড) আনোয়ার হোসেন চৌধুরীও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের পরিবার এদেশের জন্মের ইতিহাসের অংশ। যুগে যুগে তাদের পরিবার দেশের জন্য কাজ করে গেছেন এবং তারই ধারাবাহিকতায় এই পরিবারের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা এম হাসান (মুক্তার) তাঁর নিজ এলাকার মানুষের সুখ দুঃখে পাশে আছেন এবং থাকবেন।‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ আইয়ুব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিটন বড়ুয়া, আওয়ামীলীগ নেতা জাহেদুর রহমান, মোহাম্মদ সোয়াইব (যুবলীগ নেতা), মোহাম্মদ নাসির (যুবলীগ নেতা), মোহাম্মদ আকতার (যুবলীগ নেতা), আসলাম হোসেন মামুন (যুবলীগ নেতা), ছাত্রলীগ নেতা রায়হান রাজন ও মহসিন সহ আরও অনেকে।