মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ এলাকার যানজট নতুন কিছু নয়। তবে মাঝে বেশ কিছুটা কম হলেও এখন আবার বেড়েছে যানজট। যানজটের কারণে অনেক মুমূর্ষু রোগী সঠিক সময়ে হসপিটালে পৌঁছাতে পারে না।
যানজটের কারণ গুলোর মধ্যে পরিবহন খাতের অব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতিসহ নানা বিষয় জড়িত। তাই এর সমাধান কবে নাগাদ হবে, সে আশার কথা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। এর মূল কারণ কোম্পানীগঞ্জ পরিবহন ব্যবস্থায় কোনো সমন্বয় নেই।
যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের ভূমিকাও সন্তোষজনক নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, সড়কটি দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করছে প্রতিদিন। আর যানজটও লেগে থাকছে নিত্য। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকছে শত শত মালবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে আছে জরুরি খাদ্যপণ্য সরবরাহকারী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্সও। অনুসন্ধানে দেখা গেছে, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানো।