স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ২৭টি দল। বাছাইপর্বে রোমাঞ্চ-উত্তেজনার নানা ধাপ পেরিয়ে এই ২৭ দল মূল পর্বে প্রবেশ করেছে। বাকি ৫টি স্থানের লড়াইয়ে আছে কয়েকটি দল। আগামী শুক্রবার কাতারের দোহায় হবে বিশ্বকাপের ড্র।
প্লে-অফের ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল, পোল্যান্ড। এদিকে ওয়েলস ফাইনাল নিশ্চিত করে ফেললেও তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। কারণ, রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের সেমিফাইনাল ম্যাচটি পিছিয়ে গেছে। ফাইনালে ওয়েলস মোকাবিলা করবে ইউক্রেন অথবা স্কটল্যান্ডকে।
ইউরোপঃ ইউরোপ অঞ্চল থেকে ইতোমধ্যেই সর্বোচ্চ ১২টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আর অপেক্ষায় আছে স্কটল্যান্ড, ইউক্রেন এবং ওয়েলস এর মধ্যকার ফাইনালের। সেখান থেকে একটি দল টিকিট পাবে কাতারের।
এশিয়াঃ এশিয়া মহাদেশ থেকে চারটি দল পেয়েছে কাতারের টিকিট আর অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে কাতারের টিকেট নিশ্চিত করেছে ইরান ও দক্ষিণ কোরিয়া। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে উঠেছে জাপান ও সৌদি আরব। দুই গ্রুপের তৃতীয় হয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া। আগামী জুনে হবে প্লে-অফ।
আফ্রিকাঃ আফ্রিকা অঞ্চল থেকে টিকিট পাওয়া পাঁচটি দল হলো- ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া এবং ক্যামেরুন। তবে এবারের বিশ্বকাপে দেখা যাবে না মোহাম্মদ সালাহর মিশর, সুপার ইগলস নাইজেরিয়াকে।
দক্ষিণ আমেরিকা
এই অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। পআর পঞ্চম দল হিসেবে প্লে-অফের অপেক্ষায় আছে প্যারাগুয়ে। তারা কাতারের টিকিটের জন্য লড়বে এশিয়া অঞ্চলের প্লে-অফ খেলা দলের সঙ্গে।
উত্তর আমেরিকাঃ উত্তর আমেরিকা তথা কনকাকাফ অঞ্চল থেকে এর মধ্যে কেবল একটি দল কাতারের টিকিট নিশ্চিত করেছে। দেশটির নাম কানাডা। ৩৬ বছর পর তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এ অঞ্চল থেকে আরও দুটি দল সরাসরি নাম লেখাবে কাতার বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে প্রায় নিশ্চিত ধরে নেওয়া যায় এ দুই দেশ হিসেবে। বাকি থাকে কোস্টারিকা। যারা হবে চতুর্থ এবং তারা প্লে অপ খেলবে ওশেনিয়া অঞ্চল থেকে উঠে আসা দেশটির বিপক্ষে।
ওশেনিয়াঃ একমাত্র এই অঞ্চল থেকেই সরাসরি বিশ্বকাপের টিকেট পায় না কেউ। তাদের বাছাইপর্ব পৌঁছেছে শেষ পর্যায়ে। বুধবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সলোমন আইসল্যান্ড। এই ম্যাচের জয়ী দল প্লে-অফে খেলবে কনকাকাফ অঞ্চলে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। ম্যাচটি আগামী জুনে হবে কাতারে। জয়ী দল খেলবে বিশ্বকাপে।