ডিবিএন ডেস্কঃ সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেড়ে গেছে তেলের দাম। হামলার পর থেকেই লন্ডনে ব্রেন্ট লাইট ক্রুড অয়েল প্রতি ব্যারেলের দাম ১.৬২ ডলার বেড়ে ১২০.৬৫ ডলারে বিক্রি হচ্ছে। দি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেও ১.৫৬ ডলার দাম বেড়ে নিউ ইয়র্কের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১১৪.৯০ ডলারে বিক্রি হচ্ছে।
এদিকে কয়েকদিন আগেও এই দুই মার্কেটেই ব্যারেল তেলের দাম কমেছিল ৩ ডলার। আরামকো তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে যা রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আগেই অস্থিতিশীল ছিল।
ইয়েমেনে হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছেন, তার দেশের সনারা সৌদি আরবের ভেতরে বিশাল আকারের সামরিক অভিযান চালিয়েছে। এসব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থানে হামলার জন্য ইয়েমেনি সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে।
তিনি জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদ, কৌশলগত জিজান ও নাজরান এলাকা এবং লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা বন্দরনগরীর তেলের ডিপোতে হামলা চালানো হয়। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় দাহরান আল-জানুব, আবহা এবং খামিস মুশাইতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।