তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের রাজধানী খ্যাত বাংলাদেশসহ বিশ্বে সুনামের সাথে বয়ে চলছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর বিলাসছড়া সেকশনে শুরু হয়েছে চা উত্তোলন (ট্রিপিং)। চা গাছে প্রুনিং করার ফলে ৩-৪ মাস বন্ধ ছিলো চা উত্তোলন। চা গাছে প্রুনিং শেষে নতুন কুঁড়ি এসেছে চা গাছে। এতে চা বাগান ফিরেছে সবুজের সমারোহ। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে পাতা উত্তোলনের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার।
এসময় বিটিআরআই’র সেকশন (চা আবাদ অঞ্চল) এবং বিটিআরআই এর বিলাশছড়া পরীক্ষণ খামারে নতুন বছরের পাতা চয়ন করে ট্রেপিং উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিটিআরআই এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বিটিআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মো. ইসমাইল হোসেন।
চা বোর্ড সুত্র জানায়, এবার মৌসুমের শুরুতে আগাম বৃষ্টিপাত হওয়ায় এবং চা গাছে নতুন কুঁড়ি চলে আসায় বেশ কিছু বাগানে ট্রিপিং শুরু হয়ে গেছে। সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এ সময় ২-৩ মাস ফ্যাক্টরি বন্ধ থাকে। মার্চে বা এপ্রিলে বৃষ্টি হলে আবার চা শিল্পে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।