তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবির পণ্য পাবেন ১০ হাজার ৩ জন মানুষ। শনিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে ইউএনও বলেন, রোববার (২০ মার্চ) সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করবেন। এতে মৌলভীবাজার সদর উপজেলায় রমজান মাসে দুই ধাপে সুবিধাভোগীদের নির্ধারিত কার্ডের মাধ্যমে ৪ হাজার ১৪৭ জন এবং প্রধানমন্ত্রীর দেওয়া ২৫০০ টাকা করে যারা পেয়েছেন এ আওতার মধ্যে ৫ হাজার ৮৫৬ জন মোট ১০ হাজার ৩ জনকে টিসিবির পণ্য উপকারভোগীদের কাছে সরবরাহ করা হবে।
প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তৈল সহ ৪৬০ টাকার প্যাকেজে ওইসব পরিবারের মাঝে টিসিবি’র মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
ইউএনও আরও বলেন, রোববার (২০ মার্চ) সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হবে। পরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি কালে ইউএনও টিসিবির কার্যক্রম বাস্তবায়ন করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।