হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: লতিফ শেখ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও মো. বকুল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডা: তোফাজ্জল হোসেন, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, পি আইও সামিয়েল মার্ডি, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।