আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রায় প্রতিদিনই রুশ সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করলেও এবারই প্রথম নিজেদের সেনা নিহতের কথা স্বীকার করলেন তিনি।
স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রুশ সেনাদের প্রাণহানি হয়েছে এর দশ গুণ বেশি। এছাড়া, শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে বলে তিনি দাবি করেন। তবে এসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিস্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিস্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে ক্ষতি বলে অভিহিত করেন তিনি।
এছাড়া জেলেনস্কি আরও বলেন, কিয়েভ এবং মস্কোর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির হওয়ার আগে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে জেরুজালেমে এই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তিনি।
জেলেনস্কি বলেন, আমরা বেনেটের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে, এখন রাশিয়ায় বা বেলারুশে বৈঠক করা ঠিক হবে না। আলোচনা কোনো নিরপেক্ষ ভূখণ্ডে হওয়া উচিত। আমি মনে করি, ইসরাইলে জেরুজালেম এক্ষেত্রে একটি নিরপেক্ষ ভূখণ্ড হতে পারে।
উল্লেখ্য, এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিরা চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে বেলারুশে তিন বার বৈঠক করেছে। তবে যুদ্ধ অঞ্চল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপনের বিষয়ে কিছু বোঝাপড়ায় পৌঁছানো ছাড়া উভয় পক্ষই কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।