ডিবিএন ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এরই মধ্যে এবার প্রাণ গেল দেশটির দুই ফুটবলারের। নিহতরা হলেন- ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার (ফিফপ্রো) এ খবর জানিয়েছে।
ফিফপ্রো সুত্রে জানা গেছে, রাশিয়ার মিলিটারিদের আক্রমণে প্রাণ হারান ভিতালি সাপিলো (২১ বছর) এবং দিমিত্রো মারতিনেঙ্কো (২৫ বছর)। সাপিলো দেশটির ক্লাব ‘কারপাতি এলভিভো’ যুব দলের খেলোয়াড় ছিল। গত শুক্রবার নিহত হন এই ফুটবলার। ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে মারতিনেঙ্কো এফসি গোস্টোমেল ক্লাবের হয়ে খেলতো। এই ফুটবলার নিজ বাড়িতে রাশিয়ানদের বোমার আঘাতে মৃত্যুবরণ করেন।
ফিফপ্রো এই দুই ফুটবলারের মৃত্যুতে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানায়, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ফুটবলার হারানোর খবর সামনে এসেছে। ইউক্রেনের ভিতালি সাপিলো এবং দিমিত্রো মারতিনেঙ্কো যুদ্ধে মারা গেছেন। আমরা তাদের পরিবার-পরিজন, বন্ধু এবং সতীর্থদের দুঃখ বুঝতে পারছি এবং আমরা তাদের পাশে আছি। তাদের দুজনের আত্মা শান্তি পাক।’
এর আগে, ফিফা রাশিয়াকে পতাকা, জাতীয় সংগীত ও হোম ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করলেও এবার পুরোপুরি ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। ফলে চলতি বছর রাশিয়ার নারীরা ইউরোতে অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুরুষরা খেলতে পারবে না পোল্যান্ডের সঙ্গে ম্যাচ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।