হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে। মঙ্গলবার ১ মার্চ বিকালে ফিতা কেটে এ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত আজিজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কৃষ্ণ চন্দ্র রায়, মিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।
আরো বক্তব্য দেন-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, আরডিআরএস’র লিগ্যাল এডভাইজার এ্যাড. সোয়েব আক্তার প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিচার কাজকে জনবান্ধবমুখী, সহজিকীকরণ ও সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করার লক্ষ্যে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।