অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “সবাই মিলে বাঁধবো জোট,বাল্যবিবাহ করবো রোধ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ১ মার্চ দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টরের সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
সভায় আরও বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, প্লান ইন্টারন্যাশনাল এর বিবিএফজি প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণ, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্কাউট সদস্য বৃন্দ, ইমাম পুরোহিত ও নিকাহ রেজিস্ট্রার বৃন্দ, সহ বডির সদস্যগণ, সাংবাদিক বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফলক উন্মোচন, লাল কার্ড প্রদর্শন, পায়রা অবমুক্ত করণ এবং শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।