তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পৌর শহরে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র মহসীন মিয়া ।
এডিস ও কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান হিসেবে ‘মশক নিধন কর্মসূচি’র উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শ্রীমঙ্গল পৌর শহরের ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু করেন। পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু জানান, আজ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের সব কটি এলাকায় এডিস নিধনের ঔষধ ছিটিয়ে এই কার্যক্রম চালানো হবে।
এডিস মশা নির্মূলের জন্য বিদেশ থেকে আমদানি করা ঔষুধ ও ৩টি ফগার মেশিনের মাধ্যমে ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এডিস মশার ঔষুধ ছিটানো হবে। এসময় তিনি পৌরবাসিকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, মশা প্রতিরোধে প্রত্যেক নাগরিক’কে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ তানিয়া আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মশক নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।