কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- উখিয়া টিএন্ডটি এলাকার ইমাম হোছন (৩৫), একই এলাকার নজির আহমদ (৬০)। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শহিদ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় , টেকনাফমুখী একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ড্রাইভার ও নারী-শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রী প্রাণ হারান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদেরও আশংকাজনক অবস্থান হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেলেও অপর হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।