প্রযুক্তি ডেস্কঃ আবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন নিয়ে হাজির হয়েছে গুগল। গত বছর অ্যান্ড্রয়েড ১২ নিয়ে এসেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট, যদিও তা এখনও সে ভাবে বিভিন্ন স্মার্টফোনে আপডেট হয়নি। আর এরই মধ্যে আবার অ্যান্ড্রয়েড ১৩-র ডেভেলপার প্রিভিউ নিয়ে এসেছে এই টেক জায়ান্ট।
অ্যান্ড্রয়েড ১৩ ডেভেলপার প্রিভিউ থেকে জানা গেছে, এটি পিক্সেল ৬ প্রো, পিক্সেল ৬, পিক্সেল ৫এ ৫জি, পিক্সেল ৫, পিক্সেল ৪এ ৫জি, পিক্সেল ৪এ, পিক্সেল ৪এক্সএল এবং পিক্সেল ৪ ফোনে সাপোর্ট করবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট মাসের শেষ দিকে অ্যান্ড্রয়েড ১৩-র ফাইনাল স্টেবল ভার্সন আসতে পারে।
অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে যেসব নতুন ফিচার থাকছে-
১. ফটো ফিচার : কয়েক বছর আগে আইওএস ডিভাইসের প্রাইভেসি বাড়াতে একটি চমৎকার ফিচার নিয়ে এসেছিল অ্যাপল। সেই ফিচারে কোনও অ্যাপ ছবির অ্যাকসেস চাইলে, সেটা আপনার পছন্দ অনুযায়ীই হতো। অ্যান্ড্রয়েড ১৩-র ফটো ফিচার অ্যাপটিও সেরকম হতে চলেছে। এর মাধ্যমে যে কোনও অ্যাপকে আপনার পছন্দ অনুযায়ী ছবিরই অ্যাকসেস দিতে পারবেন। আপনার ফোনের অন্যান্য মিডিয়া ফাইলগুলির অ্যাকসেস সই অ্যাপ নিতে পারবে না। ফলে, ফোনের এবং আপনারও প্রাইভেসি বাড়বে।
২. ওয়াই ফাই সুবিধা : অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্টেড ডিভাইসে ওয়াই ফাই কানেক্ট করার জন্য অ্যাপগুলোকেও অনুমতি নিতে হবে।
৩. কাস্টম কুইক সেটিংস: নোটিফিকেশন সেটিংস সেকশনে অ্যান্ড্রয়েড ১৩ শর্টকাট ফাংশন দিবে। এটি হল সেই জায়গা যেখান থেকে আপনি ওয়াই-ফাই, ব্লুটুথ, ব্রাইটনেস লেভেল ইত্যাদি ঠিক করেন। এর ফলে আপনার ওই কুইক সেটিংস সেকশনে একটি বাটন থাকবে। আর সেখানে ট্যাপ করলেই আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাক্টিভ স্টেটাস টার্ন অফ করে রাখা যাবে।
৪. আপডেট থিম ইঞ্জিন : গুগল অ্যাপ নয় যেগুলি, সেগুলিকে মেটিরিয়াল ইউ ডায়নামিক কালার ইঞ্জিনের সুবিধা দিবে অ্যান্ড্রয়েড ১৩। এর ফলে এবার আপনার হোয়াটসঅ্যাপ আইকনও ওয়ালপেপারের কালার থিম ফলো করতে পারবে, এতদিন যে সুবিধাটা কেবল মাত্র গুগল অ্যাপের ক্ষেত্রেই উপলব্ধ ছিল।
৫. প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজ : অ্যান্ড্রয়েড ১৩ অ্যাপগুলোতে এবার সিস্টেম ল্যাঙ্গুয়েজের থেকে ভিন্ন ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, যাতে সামঞ্জস্যপূর্ণ কোনো কোড বুঝতে সমস্যা না হয়।
৬. ট্যাপ টু ট্রান্সফার: একাধিক ডিভাইস একই স্থানে এনে একটি ডিভাইসের মিডিয়া অন্য ডিভাইসে প্লে করার মত সুবিধা উপভোগ করা যাবে ট্যাপ টু ট্রান্সফার এর মাধ্যমে। এছাড়াও স্মার্ট হোম ডিভাইস দ্রুত কানেক্ট করতেও বেশ কাজে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৩-র এই ফিচার।
৭. বড় স্ক্রিনের জন্য অপটিমাইজেশন: বড় স্ক্রিন ও ফোল্ডেবল ফোনেও যে অ্যান্ড্রয়েড ভালোভাবে কাজ করতে পারে তা গুগল প্রমাণ করে অ্যান্ড্রয়েড ১২এল এর মাধ্যমে। অ্যান্ড্রয়েড ১৩ তে ট্যাবলেট, ফোল্ডেবল ও ক্রোমবুক এর কথা চিন্তা করে বড় স্ক্রিনের জন্য অপটিমাইজেশন নিয়ে এসেছে গুগল। তবে কি ধরনের আপডেট এই ক্যাটাগরিতে আসতে পারে সে সম্পর্কে পরিস্কারভাবে কিছু জানা যায়নি।
৮. অপট-ইন নোটিফিকেশনস : নোটিফিকেশন ম্যানেজমেন্ট ও ডিসপ্লে এর দিক দিয়ে আইওএস এর চেয়ে সবসময় এগিয়ে ছিলো অ্যান্ড্রয়েড। তবে অ্যাপল ডিভাইসসমূহের মতো পারমিশন ম্যানেজমেন্ট নিয়ে অ্যান্ড্রয়েড এর অবস্থান এত এগিয়ে ছিলোনা। তবে এই বিষয়ে নজর দিয়েছে গুগল, যার ফলস্বরুপ অ্যান্ড্রয়েড ১৩ তে নতুন ইন্সটল করা অ্যাপের নোটিফিকেশন এর জন্য পারমিশন চাওয়া হবে যার মাধ্যমে নোটিফিকেশন সরাসরি চালু বা বন্ধ করা যাবে।
৯. কিউআর কোড স্ক্যানার : বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোড স্ক্যান করতে স্ক্যানার অ্যাপ, গুগল লেন্স বা ক্যামেরা অ্যাপ ব্যবহার করা হয়। তবে এই ব্যাপারটি আরো কিছুটা সহজ করতে সরাসরি কিউআর কোড স্ক্যানার এর কুইক টাইল যুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১৩ তে। তবে এটি কি ক্যামেরা অ্যাপের এক্সটেনশন হিসেবে কাজ করবে নাকি কিউআর কোড স্ক্যানিং এর জন্য আলাদা অ্যাপ থাকবে সে সম্পর্কে জানা যায়নি। তবে এই ফিচারটি গ্রে আউট করা আছে যা হয়ত পরবর্তী কোনো আপডেটে কাজ করবে। যারা বেশি কিউআর কোড স্ক্যান করে, অ্যান্ড্রয়েড ১৩ এর এই নতুন কুইক টাইল ফিচার তাদের পছন্দের হতে চলেছে।
১০. ব্লুটুথ লো-এনার্জি অডিও : অ্যান্ড্রয়েডে ন্যাটিভলি ব্লুটুথ লো-এনার্জি অডিও যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে রেগুলার ব্লুটুথ অডিও স্ট্রিমিং এর বদলে একটি এফিসিয়েন্ট উপায়ে অডিও স্ট্রিম হবে যা কম এনার্জি ব্যবহার করেও একই অডিও কোয়ালিটি ডেলিভার করতে সক্ষম। গুগলের হিয়ারিং এইড প্রোটোকল এর জন্য ফুল সাপোর্ট এর পাশাপাশি মাল্টি-স্ট্রিম সাপোর্ট, একই সাথে একাধিক অডিও চ্যানেলে অডিও স্ট্রিমিং এর মত সুবিধা উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ১৩ তে।
১১. নতুন ফিচারঃ গুগল একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার দ্বারা অ্যান্ড্রয়েড-এর কোনও নতুন ফিচার গুগল প্লে-র মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৩ ও তার পুরনো ভার্সনগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে অ্যান্ড্রয়েডে নতুন ফিচার পেতে আর সিস্টেম আপগ্রেড করার দরকার হবে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, অ্যান্ড্রয়েড ১৩-র ফটো ফিচারটি গুগল প্লে আপডেট থেকেই পেয়ে যেতে পারেন অ্যান্ড্রয়েড ১১ বা ১২ ব্যবহারকারীরা। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপডেট করার কাজটি আরও সহজ হয়ে যাবে।