তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনাভাইরাসের সংক্রমনের সংখ্যা যেমন দিন দিন বেড়ে চলেছে, তেমনি সরকার টিকাদান এর জন্য যথেষ্ঠ রকম সুবিধা প্রদান করেছে। তাই টিকাসনদ বিহীন ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না বলে হুশিয়ার করেন জেলা প্রশাসন। সনদ না দেখালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
গত শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা কার্যকর করতে কোন রকম ছাড় দেওয়া হবে না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ ছাড়াও মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভার মেয়র সভায় যুক্ত ছিলেন।
আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, করোনাভাইরাসের টিকা গ্রহণের সনদ ছাড়া বাইরে বের হলে জেল-জরিমানার মধ্য দিয়ে যেতে হবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ অভিযান ব্যবসায়ী, পথচারী, ক্রেতা-বিক্রেতা সকলের সুস্বাস্থ্য বিবেচনা করে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’