আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৯ বিশ্বকাপের জার্সির নকশা। জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। জাতীয় দলের জার্সি গর্বের ও অহংকারে প্রতীক। তাই অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবার বাংলাদেশের জার্সি আরো আকর্ষণীয় করার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। জার্সিতে জাতীয় পতাকার রং লাল-সবুজের প্রাধান্য থাকবে। সেই সাথে বাঘের ছাপ পাবে আলাদা গুরুত্ব।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, দশ বারোটা ডিজাইন নিয়ে ওখান থেকে আমরা একটা সিলেক্ট করব। আমরা যে জিনিসটা মাথায় রাখি তা হলো বাংলাদেশের ফ্ল্যাগ, চিত্রটাও সেখানে থাকবে, বাঘটাও বেশ ইম্পর্ট্যান্ট।
মাশরাফি মুশফিক তামিম সাকিবদের মতো স্বপ্ন সারথীরা বিশ্বকাপের মঞ্চে যে নির্ধারিত জার্সি পড়ে ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন সেটা কেমন হবে। কি বা প্রাধান্য পাবে? এ সব নিয়েও ক্রিকেট পিয়াসীদের মাঝে কৌতূহলের কমতি নেই। জানা গেছে, বাংলাদেশের পতাকার রং লাল সবুজের প্রাধান্য থাকবে বেশি। বাংলাদেশের ক্রিকেট দলের প্রতীক বাঘের ছাপেও থাকছে বিশেষ নজর। আগামী সপ্তায় নকশা চূড়ান্ত করবে ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে এ নিয়ে বিসিবি’র ওয়াকিং কমিটি বৈঠকও করেছে বেশ কয়েকবার।
আইসিসি বিশ্বকাপে এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের জার্সি প্রশংসা কুড়িয়েছে। তাই জার্সি সৌন্দর্যের দিকে বিসিবি’র থাকছে বিশেষ নজর। তবে, এবার জার্সি তৈরিতে সম্পৃক্ত থাকছে না কোন প্রতিষ্ঠান।