শিক্ষা ডেস্কঃ দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। এসকল শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।
জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধু মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে আজ। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া ব্যানবেইসের পরিসংখ্যান থেকে জানা যায়, সারা দেশে ১৯ হাজার কওমি মাদ্রাসা রয়েছে, যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। এতদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। এবার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকার আওতায় আসছে।
উল্লেখ্য, দেশে ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দিয়েছে ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থীকে।