স্পোর্টস ডেস্কঃ পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। যদিও বাংলাদেশের কাছে গত আসরে হেরে রানার্স-আপ হয়েছিল ভারতীয় যুবারা।
অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি ইংল্যান্ড জাতীয় দলের উত্তসূরীরা।
ভারতীয় যুবাদের বোলিং তোপে ৪৪ দশমিক ৫ ওভারেই ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ১৪ বল বাকি (৪৭.৪ ওভার) থাকতেই ৪ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় যুবারা। আইসিসি অনূধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের এটি পঞ্চম শিরোপা জয়। ভারতের পক্ষে বল হাতে বাজিমাত করেন রাজ বাওয়া এবং রবি কুমার। ৯ দশমিক ৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাওয়া, আর ৯ ওভারে ৩৪ রান দিয়ে রবি শিকার করেন ৪টি উইকেট। বল হাতে ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে ফাইনাল সেরাও হয়েছেন রাজ বাওয়া।
বিসিসিআই আজ এক টুইটে ভারতীয় যুবাদের প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ফাইনালে নীলরঙা বালকদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ড ৪ উইকেটে হারল। এটা ইন্ডিয়ার পঞ্চমবারের মতো অনুর্ধ১৯ বিশকাপ জয়।
𝙄𝙣𝙙𝙞𝙖 𝙐19 𝘼𝙧𝙚 𝙏𝙝𝙚 #𝙐19𝘾𝙒𝘾 2022 𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎! 🔝 🏆
A fantastic performance by #BoysInBlue as they beat England U19 by 4⃣ wickets in the Final! 🙌 🙌 #INDvENG
This is India's FIFTH Under 19 World Cup triumph. 👏 👏
Scorecard ▶️ https://t.co/p6jf1AXpsy pic.twitter.com/bQzABDFUpd
— BCCI (@BCCI) February 5, 2022
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এর চূড়ান্ত ক্রমতালিকা:
চ্যাম্পিয়ন: ভারত
রানার্স: ইংল্যান্ড
তৃতীয়: অস্ট্রেলিয়া
চতুর্থ: আফগানিস্তান
পঞ্চম: পাকিস্তান
ষষ্ঠ: শ্রীলঙ্কা
সপ্তম: দক্ষিণ আফ্রিকা
অষ্টম: বাংলাদেশ
প্লেট চ্যাম্পিয়ন: সংযুক্ত আরব আমিরাত
প্লেট রানার্স: আয়ারল্যান্ড
একাদশ: ওয়েস্ট ইন্ডিজ
দ্বাদশ: জিম্বাবোয়ে
ত্রয়োদশ: উগান্ডা
চতুর্দশ: স্কটল্যান্ড
পঞ্চদশ: কানাডা
ষষ্ঠদশ: পাপুয়া নিউ গিনি