ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। নতুন করে ভোটের দাবি করলেও শপথ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে ক্যাম্পাসে আসেন নব নির্বাচিত ভিপি নুর। সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে নির্বাচন বর্জন করলেও ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদের জয় মেনে নিয়ে বাকি সব পদে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি। নুর নিজে শপথ নেবেন বলেও জানান।
এর আগে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মনোনয়নে ভিপি নির্বাচিত হওয়া নূর কর্মী সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে আসলে প্রতিপক্ষের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে ভিপি পদের ফল প্রত্যাখান করে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগ কর্মীরা। পুনর্নির্বাচনের দাবিও জানান তারা। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানান, পুনরায় ভোট গ্রহণের কোনো সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে জয়ী হয় ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা।