আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েডরের রাজধানী কুইটোতে ভূমিধসে ২৪ জন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। রাজধানী কুইটোতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।
কুইটো নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ৩২ জন আহত হয়েছেন এবং আটটি বাড়ি ধসে পড়েছে। প্রায় ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে সৃষ্ট এই দুর্যোগে ধ্বংসাবশেষে জীবিতদের খুঁজতে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার দিবাগত রাত মঙ্গলবারে টানা বৃষ্টিতে লা গাসকা এবং লা কমুনায় পানির উচ্চতা বেড়ে যায়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। ফলে ভূমিধসে ঘরগুলোয় মাটি ও পাথর ঢুকে পড়ে এবং এতে এলাকার বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ২৪ জন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন।
মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহতদের ৪৭ জনের ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্সের এক ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল স্রোতে ভেসে যাচ্ছে গাছপালা, গাড়ি, ময়লার স্তূপ এবং ইলেকট্রিক থামসহ আরও অনেককিছু। এই স্রোতের ভেতরে ভেসে যাওয়াদের তুলে আনছেন প্রতিবেশিরা।