রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ ন্যাশানাল পার্টি (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠায় তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।
বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন। খালেদা জিয়ার বাসায় ফেরা ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।
আর বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।
উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। আর তারপর থেকে দীর্ঘ ৮১ দিন চিকিৎসা নিয়ে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।