হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি সকল এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সোমবার ৩১ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। সদর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার সভাপতি, সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়কদের অংশগ্রহণে প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়ে।
এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আল মামুন।
পরে উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ইউএনও আবু তাহের মো.সামসুজ্জামান।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুঃস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সকল ধর্মীয় জনগনেরই এতিম শিশুদের লালনপালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে এসব এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য সমাজসেবা অধিদপ্তর এ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ঠ সুত্র জানিয়েছেন।