ডিবিএন ডেস্কঃ সম্প্রতি এক বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহিওতে ২ হাজার কোটি ডলার ব্যায়ে চিপ হাব তৈরি করা হবে। ওহিওতে কারখানা তৈরি হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হাব। সেমিকন্ডাক্টরের বৈশ্বিক ঘাটতি স্মার্টফোন থেকে গাড়ি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে বলে এত বড় বিনিয়গের কারণ হিসেবে জানিয়েছে ইন্টেল।
ওই বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, ওহিওর নিউ অ্যালবানি শহরে ১ হাজার একর জায়গায় দু’টি কারখানা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সাল নাগাদ কারখানা দু’টি চালু হবে। এসব কারখানায় সবচেয়ে উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর তৈরি করা হবে। এ কারখানা দু’টি উৎপাদনে গেলে বিশ্বে চিপ সরবরাহে যুক্তরাষ্ট্রের অংশিদারিত্ব ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে।
ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট গেলিসিঞ্জার বার্তাসংস্থা রয়টার্সকে এ ব্যাপারে বলেন, “প্রাথমিকভাবে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। ওহিওর ইতিহাসে এ অঙ্কের বিনিয়োগ সর্বোচ্চ। ১ হাজার একরজুড়ে তৈরি দু’টি কারখানা ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। পরে কারখানাগুলোতে বিনিয়োগের পরিমাণ ১০ হাজার কোটি ডলার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।”
প্রসঙ্গত, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের ব্যাপক সংকট চলছে। এ প্রযুক্তি পণ্যের সংকটে বিশ্ব অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। স্মার্টফোন, গেমিং ডিভাইস থেকে শুরু করে গাড়ি-সেমিকন্ডাক্টর ছাড়া উৎপাদন হয় না। চিপ সংকটে এসব পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ইন্টেলের মতো প্রতিষ্ঠানের চিপ উৎপাদন হ্রাস পাওয়ায় এ সংকট আরও ত্বরান্বিত হয়েছে। তবে চিপ তৈরির এমন কারখানা নির্মাণ সময়সাপেক্ষ। ২০২৫ সালের আগে ইন্টেলের কারখানা উৎপাদনে আসবে না।