অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) কর্তৃক কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গত দু্ই বছরে মালিকবিহীন অবস্থায় আটক করা বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়েছে।
রবিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের প্রশিক্ষণ মাঠে ২ কোটি ৭৪ লক্ষ ৭২ হাজার ৪২২ টাকা মূল্যের এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো জাকারিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান। এ সময় ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সামরিক, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার ২০১ প্যাকেট মদ, ৭০ মন ৬ কেজি গাঁজা, ৩৪ হাজার ১১১ বোতল তরল মদ, ৬ হাজার ১৭৬ বোতল এস্কাফ সিরাপ, ২০ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ২৬০ পিস আয়রন ট্যাবলেট, ৪৯৪ প্যাকেট খৈনি।