আন্তর্জাতিক ডেস্কঃ এ এক অসাধারণ ঘটনা। একসঙ্গে ১০ শিশুর জন্ম দেয়া, তাও আবার জমজ। গত ১২ জানুয়ারি সৌদি আরবের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই প্রাকৃতিভাবে ৫ জোড়া জমজ সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এক সৌদি নারী। নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকদের সবাই সুস্থ আছে। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন মা। শিশুদের ওজন ৯৫০ থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে রয়েছে।
সশস্ত্র বাহিনীর হাসপাতালটির অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি ব্যাপক প্রশংসা পেয়েছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এই খবর শেয়ার করেছে। টুইটার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। তবে সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।