বিনোদন ডেস্কঃ অনেকটা স্বেচ্ছায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন চেক রিপাবলিকের গায়িকা হানা হোরকা (৫৭ বছর)। করোনা আক্রান্ত স্বামী-ছেলের সঙ্গে থেকে ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হন তিনি। ফলে যা হওয়ার তাই হল, গত রোববার (১৬ জানুয়ারি) এই গায়িকা মারা যান।
প্রয়াত গায়িকা হানা হোরকার ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হানা হোরকার ছেলে রেক জানান, মা হানা করোনার টিকা গ্রহণ করেননি। তবে আমি এবং বাবা দুজনেই টিকার পূর্ণ ডোজ নিয়েছিলাম। এরপরও ক্রিসমাসের সময় আমরা করোনায় আক্রান্ত হই। মা আমাদের থেকে আলাদা থাকতে চাননি। বরং তিনি চাইতেন তিনিও যাতে করোনা আক্রান্ত হন। যেন তিনি গান করার ভেন্যুর জন্য সুস্থতার পাস পান। মায়ের অন্তত এক সপ্তাহ আলাদা থাকা উচিত ছিল, কারণ আমরা করোনায় আক্রান্ত ছিলাম। কিন্তু তিনি সবসময় আমাদের সঙ্গে থেকেছেন।
এছাড়া, রেক মায়ের মৃত্যু হওয়ার পেছনে স্থানীয় টিকাবিরোধী আন্দোলনকেও দায়ী করছেন। তার মতে, আন্দোলনের নেতারা মাকে টিকা না নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। ফলে তাদের হাতে রক্তের দাগ লেগে আছে। আমার দুঃখ হলো তিনি একজন অচেনাকে নিজের পরিবারের চেয়ে বেশি বিশ্বাস করেছেন।
এদিকে বুধবার (১৯ জানুয়ারি) চেক রিপাবলিকে করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। আবার দেশটিতে কোনো সামাজিক বা সাংস্কৃতিক ভেন্যু পাওয়ার জন্য করোনার টিকা সনদ বা সম্প্রতি যে করোনা আক্রান্ত হয়েছেন তার প্রমাণ দেখাতে হচ্ছে। সিনেমা হল, বার এবং ক্যাফের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
সূত্র: বিবিসি।