স্পোর্টস ডেস্কঃ আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার গত বছরের সেরাদের নাম জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গত বছরটা দারুণ কেটেছে মোস্তাফিজুর রহমানের। যার স্বীকৃতি পেলেন বাংলাদেশ দলের গর্ব পেসার মোস্তাফিজ।
আইসিসির বিশ্বসেরা একাদশে রয়েছেন পাকিস্তানের তিনজন। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আছেন, সঙ্গে যোগ দিয়েছেন দলটির পেসার শাহীন শাহ আফ্রিদিও। দক্ষিণ আফ্রিকার তিন জন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। এছাড়াও আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জশ বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকে একজনও নেই এই তালিকায়।
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে গত বছর ইনিংসের শুরু ও শেষের দিকের আগুনে বোলিংয়ে করে ২৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০ ম্যাচে তুলেছেন ১৭.৩৯ গড়ে প্রতিটি উইকেট। তার দুর্বোধ্য বোলিং যে ব্যাটারদের ভুগিয়েছে বেশ। তার প্রমাণই মিলছে তার ইকনমি রেটে। গেল বছর কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি কেবল ৭ রান। এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে।
আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ: জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।