মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ “খেলা ধর মাদক ছাড়ো, কলম ধর জীবন গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি প্রিমিয়ার লীগ-২০২২ শর্ট নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই জানুআরি )সন্ধ্যা ৮টায় বুধাইরকান্দি দক্ষিণ -পশ্চিম পাড়া বালুর মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি চাঁন বাদশা সরকার একাদশ বনাম আমির সরকার একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। টসে জিতে আমির সরকার একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য চাঁন বাদশা সরকার একাদশকে জয়ের জন্য ৫৪ রানের টার্গেট দেয় আমির সরকার একাদশ।
নির্ধারিত ষোল ওভারে ব্যাটিংয়ে নেমে চাঁন বাদশা সরকার একাদশ ৮ উইকেট হারিয়ে ৩৬ রান করে ১৭ রানে হেরে যায় এবং আমির একাদশ জয়ের লক্ষ্যে পৌছে যায়।
উজানচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইলিয়াস সরকার ও ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি মো.দুলাল শাওন এর পরিচালনায়, শুরুতে ম্যাচের উদ্বোধন করেন নব নির্বাচিত ইউপি সদস্য মো.শহীদুল ইসলাম সরকার ও হাবিবুর রহমান।
উজানচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আক্কাছ আলী, মাঞ্জু সরকার, মুক্তু বেপারি, হেলাল খাঁন, হাবি সরকার, ফরিদ সরকার, জয়নাল সরকার, শাহআলম, আয়েছ আলী, শামীম সিকদারসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁন বাদশা সরকার একাদশের অধিনায়ক ছিলেন রাসেল সরকার ও আমির সরকার একাদশের অধিনায়ক ছিলেন সাইদুর সরকার।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা,বাদল সরকার, আনোয়ার সরকার,ইসমাইল সরকার,ওয়াশকুরুনী মোল্লা, মো.ফরহাদ মিয়া, মোকলেস সরকার, হাসান মোল্লা,মো. অলিম, মো. জনি,লালন সরকার, উসমান মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, প্রতি বছর জানুআরি মাসে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ বছর শুরু হওয়া এবারের টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।