মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ মানব সেবা যারা কাজ করেন তাদের প্রকৃত সুখই যেনো মানব সেবা করে, তারা মানব সেবা করেই প্রকৃত সুখ খুজে নেন। লক্ষ্মীপুর জেলার রায়পুরে বি.এম সাবাব ফাউন্ডেশন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে। সোমবার (১৭ জানুয়ারি ) রায়পুর ৩ নং চরমোহনায় ৮ নং ওয়ার্ডে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় বি.এম সাবাব ফাউন্ডেশন কম্বল বিতরন ও দারুল উলুম এমদাদীয়া কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা সমাগ্রী বিক্রি করে।
এসময় বি.এম সাবাব ফাউন্ডেশনের পরিচালক “সাবাব” বলেন আমরা আমাদের সামর্থ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসহায় অক্ষমদের বিভিন্ন ধরনের সহায়তা এবং সামাজিক সহযোগীতামুলক কাজ করে যাচ্ছি দোআ করবেন আমরা সবসময় যেনো মানব কল্যানে কাজ করতে পারি।
রায়পুরে মানবসেবায় সফলতার আরেক নাম বাবুরহাট ব্লাডফাউন্ডেশন। মানবতার ডাকে যেনো সর্বদা নিয়োজিত সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে রায়পুরের আশেপাশে বিভিন্ন ভাবে অসহায়দের বিভিন্ন ধরনের সহযোগীতা করে আসছে। তারই ধারাবাহিকতায় শীতে যখন মানুষ কাঁপছে ঠিক তখনি কিছু শীতার্তদের ভরসার আলো জালিয়ে কয়েক ধাপে শীতবস্ত্র বিতরন করে সংগঠনটি।
সভায় উপস্থিত ছিলেন বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা জালাল উদ্দিন রানা, বাবুরহাট ব্লাডফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুল ইসলাম জালল উদ্দিন রানা সহ সংগঠনের সম্মানীত সদস্যগন।