ডিবিএন ডেস্কঃ দেশে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন।
আজ সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
জিআইএসএআইডি’র তথ্যমতে, নতুন করে আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন নারী। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজধানীর মহাখালীর বাসিন্দা। ওই এলাকাতেই ১২ জনের বসবাস। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুজন এবং চাঁনখারপুল এলাকার চার জন রয়েছেন।
এর আগে, গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানায় প্রতিষ্ঠানটি। তার আগে ৮ জানুয়ারি একজন, ৬ জানুয়ারি ১০ জন এবং গত ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
এদিকে গতকাল রোববার (১৬ জানুয়ারী) দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তবে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।