লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসেন মাহমুদকে বিদায় সংবর্ধনা দিয়েছে থানা পুলিশ। একই সাথে নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমানকে বরণ করে নেওয়া হয়।
রোববার রাতে এই উপলক্ষে থানা কম্পাউন্ডে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলার ইউএনও আহসান হাবীব জিতু, আ.লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ইব্রাহীম কবির, প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ-সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসেন মাহমুদ বক্তব্যে বলেন, আমি যত কাজ করেছি ডিপার্টমেন্টের দায়িত্ব আর আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার কর্মের কারণে আল্লাহ যাতে অসন্তুষ্ট না হয় সেইদিকে সব সময় খেয়াল রাখতাম। কর্ম কালীন সময়ে আমি কারও কষ্টের কারণ হয়ে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ পরকাল আমাকে পার পেতে হবে। আমার মেসেজটি সবাইকে পৌঁছিয়ে দিবেন।
নবাগত অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিংয়ের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কর্মের মাধ্যমে এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে চাই। তিনি সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।