তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগাছা নাষক কিটনাষক ছিটিয়ে সাধারণ কৃষকের বুরো ধানের বীজতলা জ্বালিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় আতংকে রয়েছেন এলাকার কৃষকরা। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ৫০/৬০ বিঘা জমিতে বুরো আবাদ। এতে ক্ষতিগ্রস্থ কৃষকরা দিশে হারা হয়ে পড়েছেন।
স্থানীয়দের ধারণা এটি ইউনিয়ন পরিষদের নির্বাচনী জয় পড়াজয়ের জেরে এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনা ঘটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর গ্ৰামে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাজাহান মিয়া জানান, হাইল হাওরের পূর্বপাড়ে ইছবপুর গ্রামের প্রান্তিক কৃষক প্রশান্ত দেব, জগাই বাদ্যকর সাধন শুল্ক বৈদ্য, কনা বাদ্যকর ও পাশ্ববর্তী খাইছড়া চা বাগানের জয়রাম প্রজাপতি বুরো ধান আবাদের জন্য এ বীজতলাগুলো তৈরী করেন। বুধবার জমিতে গিয়ে দেখেন কে বা কারা তাদের বীজতলায় আগাছানাশক স্প্রে করে সব ধানের হালি চারা নষ্ট করে দিয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার কৃষক কৃষি বিভাগের লোকজন ছুটে যান সেখানে। তারা ধারনা করে দুই একদিন আগে কোন চক্র আক্রোস মুলক এ ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসী বিভাস দেব ও মো: পাশা মিয়া বলেন একসাথে অনেক গুলো পরিবারের সাথে পূর্বশত্রুতা থাকার কথা নয়, তাছাড়া একই সাথে পাশেই একই গ্রামের মায়া মিয়ার বীজতলা জমিতে সব কিছু অক্ষত রয়েছে। এটি সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আক্রোশ মেটাতে কোন চক্র করতে পারে বলে আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ইছবপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ধানের চারার পাশাপাশি জমির আশে পাশের ঘাসও মরে গেছে। ওখানে কেউ আগাছা দমনের ঔষধ স্প্রে করেছে। এ চারা জমিতে রোপন করলে কোন কাজে আসবেনা। যে পরিমান চারা নষ্ট বা ক্ষতি হয়েছে তা দিয়ে প্রায় ৬০ বিঘা জমি চাষ করা যেতো।
কৃষক প্রশান্ত দেব জানান, তাদের কষ্টের বীজতলা নষ্ট হওয়ায় তাদের এখন পথে বসতে হবে। ধার কর্জ করে বীজতলা তৈরী করা হয়েছিল।
ক্ষতিগ্রস্থ হওয়া অপর কৃষক জয়রাম প্রজাপতি জানান, নিজের জমি নেই। পরের জমি বর্গাচাষ করেন। এখন জমির মালিককেই কি বুঝাবেন আর নিজের ভবিষ্যত খোড়াকিই কিভাবে জোটবে।
বুধবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনা স্থলে যান এবং পরিদর্শন করে এটুকু বুঝতে বাকি নেই যে এটা হিংসাত্মক মূলক ও নীরিহ হিন্দু সম্প্রদায়ের জমিতে শুধু এমন ঘৃণিত কীটনাষক ছড়িয়ে ধান বীজতলা নষ্ট করা হয়েছে।
সরজমিনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: হরিপদ রায় বলেন,এমন ঘৃণিত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ও দোষীদের আইনের আওতায় আনা হোক। ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল পরিদর্শন করেন এবং পুলিশের আইনি কার্যক্রম পরিচালনার জন্য নেতৃবৃন্দ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ ঘটনায় কৃষকদের সহায়তা এবং দোষীদের খোঁজে বের করে আইনের আওয়াতায় আনার দাবী জানান শ্রীমঙ্গল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।