নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :- বাড়ি তৈরি, গাড়ি ক্রয়, ব্যাবসায়ের জন্য সহ অনেক ধরনের লোন দেয় বাংলাদেশ ব্যাংক গুলো। তবে এসব ছাড়াও বিয়ে করার জন্য লোন দিচ্ছে অনেক ব্যাংক।
সেগুলো হচ্ছে :-
১. আইএফআইসি ব্যাংক :- এই ব্যাংক গ্রাহকভেদে সর্বোচ্চ তিন লাখ টাকা লোন দিয়ে থাকে। এ লোনের মেয়াদ সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত। বার্ষিক সুদের হার সাড়ে ১৬ শতাংশ এ ক্ষেত্রে যদি কোন গ্রাহক তিন বছর মেয়াদের জন্য এক লাখ টাকা লোন নেয়, তাহলে তাকে এ লোনের কিস্তি বাবদ প্রতি মাসে ৩৫৪২ টাকা দিতে হবে।
ট্রাস্ট ব্যাংক :- ব্যাক্তগত ঋনের আওতায় বিয়ে সহ আরও বেশ কিছু প্রয়োজনে ঋণ- সুবিধা দেয় ব্যাংকটি। তবে ‘ বিয়ে ঋণ ‘ নামে সরাসরি কোন ঋণ পন্য নেই। গ্রাহকের প্রয়োজন ভেদে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়।